Print Date & Time : 2 August 2025 Saturday 6:26 pm

গাংনীতে বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাহাবুল ইসলাম, গাংনী: “নিশ্চিন্তে গড়ি নিরাপদ বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে বাড়ি নির্মাণ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার গাংনী পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে মেঘনা ঢালাই স্পেশাল কোম্পানির উদ্যোগে এবং স্পেশাল সিমেন্ট ব্যবহারকারী বাড়ির মালিকদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মেঘনা ঢালাই স্পেশাল কোম্পানির গাংনী পরিবেশক সাজিদ ট্রেডিং-এর স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) জিয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোম্পানির এজিএম বিদ্যুৎ কুমার বণিক, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির ডেপুটি ডাইরেক্টর কামরুল ইসলাম এবং সিএসবিডি ডেপুটি সেলস ম্যানেজার কাওসার আহমেদ।

কর্মশালায় বাড়ি নির্মাণে মানসম্মত উপকরণের ব্যবহার, সিমেন্টের গুণগত মান এবং টেকসই নির্মাণ কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বাড়ির মালিক, সিমেন্ট ব্যবহারকারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।