Print Date & Time : 4 July 2025 Friday 9:03 am

গাংনীতে বিএনপির গণসংযোগ

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে রায়পুর ইউনিয়নের হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান, রাইপুর ইউনিয়ন বিএনপির প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল হক সুমন, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জাফর সিদ্দিকী রিপন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
গণসংযোগে রাইপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।