Print Date & Time : 1 July 2025 Tuesday 6:30 am

গাংনীতে বিএনপির পথসভা অনুষ্ঠিত

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন বিএনপির আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকেলে ধানখোলা ইউনিয়নের জুগিন্দা বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউর রহমান টমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা নুর ইসলাম, বিএনপি নেতা নাসির উদ্দিন, মকবুল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন।

পথসভা শেষে নেতাকর্মীরা জুগিন্দা বাজার এলাকায় গণসংযোগে অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।