Print Date & Time : 12 May 2025 Monday 12:45 pm

গাংনীতে বিজয় দিবসের প্রস্তুতি সভা

মাহাবুল ইসলাম, মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে বিজয় দিবসের ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী।
উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ। সরকারী সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//