Print Date & Time : 16 April 2025 Wednesday 10:57 am

গাংনীতে বিদেশী অস্ত্র ও গুলিসহ আটক ১

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীতে বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১১ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মেহেরপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রওশন আলম ও লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে যৌথ বাহিনী এবং গাংনী থানা পুলিশের একটি টিম। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।