Print Date & Time : 21 August 2025 Thursday 5:22 pm

গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার বড় বামন্দী গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শারমিন আক্তার (৩৭) নামের এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন।
নিহত শারমিন বামন্দী গ্রামের প্রবাসি আরেজুল হকের স্ত্রী।

রবিবার (২৯ মে) বিকেলে নিজ বাড়ির টয়লেট পরিস্কার করতে গিয়ে শারমিন বিদ্যুত স্পৃষ্টে মারা যান।

স্থানীয়রা জানান, শারমিন রবিবার বিকেলের দিকে বাড়ির টয়লেট পরিষ্কার করছিলেন। এ সময় বৈদ্যুতিক মোটরের লাইনে বিদ্যুতায়িত হয়ে তিনি মারাত্বকভাবে আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়,শারমিন ২ ছেলে ও ১ মেয়ের জননী। স্বামী ও ছেলে প্রবাসে থাকেন। একমাত্র মেয়েকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করে আসছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//