মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন রাজমিস্ত্রি গোলাম কিবরিয়া (৫০) ও তার স্ত্রী রিনা খাতুন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিজ বাড়িতে একটি বিদ্যুতায়িত বাইসাইকেল ধরার সময় প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন গোলাম কিবরিয়া। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী রিনা খাতুনও বিদ্যুতায়িত হন। পরে তাদের ছোট মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুইজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা: ফারুক হোসেন তাদেরকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, তাদের বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং তারের সঙ্গে সংযোগ হয়ে যায় সাইড লাইনের বিদ্যুৎ। ওই তারেই বাইসাইকেল রাখা ছিল। অসাবধানতাবশত সেটি ধরতেই ঘটে দুর্ঘটনাটি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

Discussion about this post