Print Date & Time : 6 August 2025 Wednesday 1:35 am

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রতিবেদক গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত শওকত আলী ওই গ্রামের মৃত ফরাতুল্লাহ কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল ১১টার দিকে নিজ জমির মটারের বিদ্যুৎ সংযোগ চালু করতে যান শওকত আলী। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎস্পৃষ্টে তার হাত ও বুকের বিভিন্ন অংশে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একটি সূত্র জানায়, নিহত কৃষকের মটারের বিদ্যুৎ লাইনটি দীর্ঘদিন ধরে ফুটো অবস্থায় ছিল। মাঝে মাঝে স্কচটেপ দিয়ে জোড়াতালি দিয়ে লাইনটি সচল রাখতেন তিনি। ধারণা করা হচ্ছে, আজও স্কচটেপ দিয়ে ফুটো অংশ মেরামতের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।