Print Date & Time : 21 August 2025 Thursday 11:25 pm

গাংনীতে বিশ্ব নবীর জন্মদিন পালিত

মেহেরপুরের গাংনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। রোববার সকালে গাংনী দারুছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার থেকে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি গাংনী উপজেলা দারুছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভযাত্রায় অংশ গ্রহণকারীরা কলেমার দাওয়াত ও জাতীয় পতাকা প্রদর্শন করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন দারুছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাওলানা নাজমুল হক, সহকারি শিক্ষক মাওলানা রুহুল আমিনসহ মাদ্রাসার শিক্ষার্থীরা ও  বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। শোভাযাত্রা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশ্ব নবীর জীবনের উপর আলোচনা ও দো’আ মোনাজাত করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১০,২০২২//