Print Date & Time : 25 August 2025 Monday 3:35 pm

গাংনীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি (২৫-০৬-২০২৫)ঃ-প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়, এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও র‍্যালির অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন    সাবেক গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসাইন ও উপজেলা বন বিভাগ কর্মকর্তা। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভার আগে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে একটি করে মেহগনি ও বেদানা গাছের চারা
বিতরণ করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//