মেহেরপুরের গাংনীতে কৃষকদের মাঝে ভর্তুকিমূল্যে হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। গত সোমবার গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে ২০২১-২০২২ অর্থ বছরে “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারী উন্নয়ন সহায়তায় ৩ জন চাষির মাঝে এ হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন এর সভাপতিত্বে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষিদের মাঝে স্ব স্ব মেশিনের চাবি হস্তান্তর করেন।
এসময় মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুল আলম, অতিরিক্ত উপ-পরিচালক কামরুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলমসহ সরকারী অফিসের কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২১, ২০২২//

Discussion about this post