Print Date & Time : 11 September 2025 Thursday 3:40 am

গাংনীতে ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন

মেহেরপুরের গাংনীতে ছোটভায়ের লাঠির আঘাতে বড়ভাই নিহত হয়েছে।

লেবু গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ছোট ভায়ের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে বড়ভাই খলিল বিশ্বাস(৬০)। সোমবার (২৩ মে)  দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিৎিসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন তিনি। গাংনী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

খলিল বিশ্বাস মেহেরপুরের গাংনীর হিন্দা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।

নিহত খলিলের মেয়ে পারভিনা খাতুন জানান, শনিবার বাড়ির পাশে লেবু গাছের ডাল কাটা নিয়ে ছোটভাই হবিবর রহমানের সাথে খলিল বিশ্বাসের বাকবিতান্ডের শুরু হয়। একপর্যায়ে ছোটভাই হবিবর তার হাতে থাকা লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। বাড়ির লোকজন ও স্থানীয়রা খলিল বিশ^াসকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু ঘটে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিছেন। পরিস্থিতি অনুযায়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আর//দৈনিক দেশতথ্য//২৩ মে-২০২২//