গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কর্তৃক মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলাে জমিসহ ঘর।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে ৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী নির্বাহী অফিসার মৌসুমী খানম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন,মেহেরপুর
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post