Print Date & Time : 13 May 2025 Tuesday 7:09 pm

গাংনীতে ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে নারী শ্রমিকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ভ্যানের চাকার সাথে ওড়না জড়িয়ে নাজমা খাতুন (২৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নাজমা গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়েরপাড়ার আসমত আলীর মেয়ে।

মঙ্গলবার (১১ অক্টােবর) সকাল ১১টার দিকে তেঁতুলবাড়ীয়া-কাজীপুর সড়কের সাহেবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নাজমা সরকারী রাস্তা (সংস্কার) মেরামত করার জন্য নারী শ্রমিক হিসাবে কাজ করে আসছিলেন। মঙ্গলবার সকালে সে কাজীপুর ইউনিয়ন পরিষদে নারী শ্রমিকদের সভায় যােগ দিতে অটােভ্যানযােগে যাচ্ছিলেন। পথে মধ্যে সাহেবনগর গ্রামের কাছে পৌঁছালে, ভ্যানের চাকার সাথে তার গলায় ঝােলানাে ওড়না জড়িয়ে যায়। এসময় সে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে নেয়ার সময় পথে মধ্যে মারা যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জা// দেশতথ্য// ১১ অক্টোবর ২০২২//