Print Date & Time : 27 July 2025 Sunday 11:26 pm

গাংনীতে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই চাউল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পলিথিনের বস্তায় করে চাউল বিক্রি করার অপরাধে দুই চাউল ব্যবসায়ীর নিকট থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে গাংনী উপজেলার হাসপাতাল বাজার ও বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

প্রথমে গাংনী হাসপাতাল বাজারে লাভলু চাউল ভান্ডারের স্বত্বাধিকারী লাভলু হোসেনকে পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারা ভঙ্গের অপরাধে দুই হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়। একই অপরাধে গাংনী বড় বাজার এলাকায় মেসার্স কাবরান ট্রেডার্স এর মালিক কাবরান হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়।

এ সময় মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ ক ম হারুন অর রশিদ, গাংনী উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান এবং গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ ডিসেম্বর ২০২৩