মেহেরপুর থেকে আঃ আলিম: মেহেরপুরের গাংনী থেকে মাদক উদ্ধারসহ ঘটনাস্থল থেকে স্কুল ছাত্র হাসানুজ্জামান (১৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামে গাংনী থানা পুলিশ এ অভিযান চালায়।
হাসানুজ্জামান পলাশীপাড়া গ্রামের হুমায়ন আলীর ছেলে ও স্থানীয় তেতুলবাড়িয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, পলাশীপাড়া গ্রামে হুমায়ুনের বাড়িতে গাঁজা রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়ির সিড়ির নিচে গর্তের মধ্যে ড্রামে রাখা ১৩ কেজি গাঁজা ও ২ কেজি গান পাউডার উদ্ধার করে। এসময় গ্রেফতার করা হয় হাসানুজ্জামানকে। গাঁজা ও গান পাউডার বাড়ির মালিক হুমায়ুনের জামাতা রাসেল বলে পুলিশকে জানায় গ্রেফতার হাসানুজ্জামান।
পুলিশ সুত্রে জানা গেছে, গাঁজা ও গান পাউডার উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হবে। বাড়ি মালিক হুমায়ুন ও তার স্ত্রী এবং জামাই রাসেলকে মামলার আসামি করা হবে। ওই মামলার আসামি হিসেবে গ্রেফতার হাসানুজ্জামানকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
দৈনিক দেশতথ্য//এল//