মেহেরপুর থেকে আঃ আলিম: মেহেরপুরের গাংনী থেকে রিপন আলী (৩০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় তার কাছে এক কেজি গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়। রিপন উপজেলার লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামের হারেজ উদ্দীনের ছেলে।
বৃহষ্পতিবার স্থানীয় মাইলমারী স্কুলপাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযানে নের্তৃত্বদানকারী গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মাদক পাচারের খবর পেয়ে এসআই অজয় কুমার কুন্ড ও সুলতান মাহমুদসহ সঙ্গীয় ফোর্স স্থানীয় মাইলমারী স্কুলপাড়ায় এ অভিযান চালায়।
তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের সাপেক্ষে গাংনী থানায় হস্তান্তর করা হয়। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দৈনিক দেশতথ্য//এল//