Print Date & Time : 11 September 2025 Thursday 3:24 am

গাংনীতে মাদক সেবীর কারাদন্ড

মেহেরপুরের গাংনীতে বেদ আলী মন্ডল(৬০) নামের এক মাদক সেবীকে ১৫ দিনের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার (৩ নভেম্বর) সকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম এ দন্ড প্রদান করেন। দন্ডিতকে গাংনী থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বেদ আলী মেহেরপুরের গাংনীর বাওট গ্রামের করিম মন্ডলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মৌসুমী খানম জানান, বেদ আলী একজন মাদক সেবী। তার বাড়িতে গাঁজা আছে এমন সংবাদের ভিত্তিতে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম সেখানে অভিযান চালায়। এসময় তার হেফাজতে থাকা ৫০ গ্রাম গাঁজা পাওয়া গেলে তাকে আটক করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

বি//দৈনিক দেশতথ্য//৪ নভেম্বর, ২০২২//