গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া এগারপাড়া আলিম মাদ্রাসা পরিচালা পর্ষদের সাবেক সভাপতি ও ঢাকাস্থ মেহেরপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একরামুল হক তাজুর বিরুদ্ধে দুর্নীতি সহ নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসি।
বয়স জালিয়াতি করে নিয়োগ বানিজ্য, গোপনে এডহক কমিটি গঠন ও মাদ্রাসাকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিনত করার অভিযোগ তুলে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন স্থানীয়রা।
সংবাদ সম্মেলনে স্থানীয়দের পক্ষে সোহেল রানা লিখিত বক্তব্যে বলেন, মানিকদিয়া এগারপাড়া আলিম মাদ্রাসা পরিচালা পর্ষদের সাবেক সভাপতি ও ঢাকাস্থ মেহেরপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একরামুল হক তাজু আওয়ামীলীগের সাথে হাত মিলিয়ে দীর্ঘ ১২ বছর ধরে মাদ্রাসার সভাপতির পদে ছিলেন। সভাপতি থাকাকালিন সময়ে বেশ কয়েকজন শিক্ষক কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকা লুটপাট করেছেন। আর বয়স জালিয়াতির বিষয়টি জানা সত্বেও নিকট আত্নীয় হওয়ায় নৈশ প্রহরী পদে আশরাফুল ইসলামকে নিয়োগ দিয়েছেন। এনিয়ে একরামুল হক তাজুর নৈতিকতা নিয়ে এলাকায় নানা আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
এলাকাবাসির সহযোগিতায় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলেও একরামুল হক তাজু তার পিতার নামের মাধ্যমে একক প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেন। তাছাড়া, মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে আজীবন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রেজুলেশন অনুমোদন করেন।
সহকারী অধ্যাপক কামরুজামান সল্টু বলেন, গাংনী উপজেলার মানিকদিয়া এগারপাড়া আলিম মাদ্রাসা পরিচালা পর্ষদের সাবেক সভাপতি ও ঢাকাস্থ মেহেরপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একরামুল হক তাজু ও মাদ্রসার অধ্যক্ষ তাদের দূর্নীতি অপকর্ম আড়াল করতে গ্রামবাসিকে না জানিয়ে গোপনে একরামুল হক তাজুর স্ত্রী নার্গিস খাতুনকে এডহক কমিটির সভাপতি অনুমোদন করিয়ে এনেছেন।
তিনি মাদ্রাসার কমিটি বাতিল এবং দুর্নীতির তদন্তের মাধ্যমে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে বেশ কিছু বিক্ষুদ্ধ গ্রামবাসি উপস্থিত ছিলেন।

Discussion about this post