নিরাপদ ও আনন্দঘন পরিবেশে মানসম্মত শিক্ষা এই স্লোগান নিয়ে মেহেরপুরের গাংনীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মীনা দিবস পালিত হয়েছে।
গাংনী উপজেলা শিক্ষা অফিস শনিবার সকালে এ কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৮ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে যেয়ে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে, গল্প বলার আসর, শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সামসুজ্জোহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার।
এসময় গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ওবাইদুল্লাহ, প্রধান শিক্ষিকা মাছুরা খাতুন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল বিন হাসান, প্রধান শিক্ষক খোরশেদ আলম, আব্দুল মান্নান. সহকারী শিক্ষক রকিবুল ইসলাম প্রমুখ ।
মীনা দিবসের আয়োজনে গাংনী পৌর এলাকার ১২ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬ জন করে শিক্ষার্থী ও ১ জন করে শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে ১টি করে টিফিনবক্স উপহার দেয়া হয়।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৪,২০২২//

Discussion about this post