মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর:
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর বাজারে ১ টি পালসার মোটরসাইকেল ফেলে পালিয়েছে দুই চোর চক্রের সদস্য। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালের দিকে মোটরসাইকেলটি উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
স্থানীয়রা জানান, দুই জন মোটরসাইকেল আরোহী গাংনী বাজার থেকে হাটবোয়ালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। একজনের কাছে ছিল অ্যাপাচী আরটিআর অন্যজনের কাছে পালসার মোটরসাইকেল। তারা রাইপুর বাজারের কাছে পৌঁছালে, হঠাৎ পালসার মোটরসাইকেলটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তারা স্থানীয় লোকজনের কাছে মোটর মেকানিক্স আছে কিনা জানতে চান। মোটরসাইকেল আরোহীদের কথাবার্তা ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজনের কয়েকজন তাদের নজরদারি করেন। এসময় স্থানীয় এক ব্যক্তি বলেন ‘এরা চোর নাকি? এ কথা শোনার পর পালসার মোটরসাইকেলটি রেখে এ্যাপাচী মােটরসাইকেল নিয়ে দুজন পালিয়ে যান। এসময় বাজারের লোকজন তাদের ধাওয়া করলেও ধরতে ব্যর্থ হয়। ফেলে যাওয়া মোটর-সাইকেলটির নং- মেহেরপুর ল- ১১-৩৩২৯।
স্থানীয় লোকজন গাংনী থানা পুলিশকে খবর দিলে, পুলিশের একটিদল ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাংনী থানার (ওসি) তাজুল ইসলাম জানান, মোটরসাইকেলটির প্রকৃত মালিককে এখনও খুঁজে পায়নি।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ০৭,২০২৪//