Print Date & Time : 4 July 2025 Friday 3:10 am

গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

মাহাবুল ইসলাম, গাংনী(কুষ্টিয়া) প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুরু হয়। সকাল ৬টায় গাংনী উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় গাংনী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সভাপতি আনারুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ডাঃ আল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তা, সাংগঠনিক সম্পাদক রুবেল আহম্মেদ, নির্বাহী সদস্য আব্দুল আজিজ, নির্বাহী সদস্য মাহাবুল ইসলাম ও উপজেলা প্রশাসন সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

সকাল ৯ টার সময় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন বিশেষ মোনাজাত ও আনন্দ র‍্যালী শেষে উপজেলা পরিষদ সত্বরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দরা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোকলেছুর রহমান মুকুল, পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, আওয়ামী নেতা মশিউর রহমান, ওবায়দুর রহমান কোমল, ফারুক হোসেন ও আওয়ামীলীগ এবং এর আঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//