Print Date & Time : 10 May 2025 Saturday 9:09 pm

গাংনীতে যুবকের আত্মহত্যা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে লিমন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১১ টার দিকে নিজ স্বয়ংকক্ষে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে।
যুবক লিমন গাংনী উপজেলার নওয়াপড়া গ্রামের আরশেদ আলীর ছেলে।
লিমনের বাবা আরশেদ আলী জানান, প্রতিদিনের ন্যায় লিমন পরিবারের লোকজনের সাথে খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমাতে যায়। পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পাওয়ায় ঘরের জানালা দিয়ে আড়ার সাথে গামছায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই। তিনি আরো জানান, লিমন গত ৫ দিন আগে ঢাকা থেকে সিঙ্গাপুরের যাবার ট্রেনিং শেষ করে গ্রামের বাড়িতে ফিরেছেন। কি কারণে আত্মহত্যা করেছেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//