Print Date & Time : 23 April 2025 Wednesday 9:16 pm

গাংনীতে যুবদলের বিক্ষোভ মিছিল

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার নামে অপপ্রচার বন্ধের দাবিতে মেহেরপুরের গাংনীতে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৫ টার দিকে মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা যুবদলের সহসভাপতি মফিজুল ইসলাম।

মিছিলটি গাংনী হাসপাতাল বাজার বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, যুবদল নেতা শাহিবুল ইসলাম ও তোতা ইসলামসহ যুবদলের নেতা কর্মীরা।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৬,২০২৪//