গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে হাড়িয়াদহ উত্তরপাড়ার মৃত খেদের আলীর ছেলে আব্দুর রশীদের ১টি এড়ে গরু ও তার প্রতিবেশী আকছেদ আলীর ২টি এড়ে গরু গােয়াল থেকে চুরি হয়।
গরুর মালিক আব্দুর রশীদ জানান,বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গরু কিনে পালন করে আসছিলাম। বৃহস্পতিবার রাতে পরিবারের সকলে ঘরে ঘুমিয়ে ছিলাম। এ সুযােগে গােয়াল ঘর থেকে আমার ১ টি গরু ও প্রতিবেশী আকছেদ আলীর ২ টি গরু চুরি করে নিয়ে যায়। রাতের শেষ দিকে আমার স্ত্রী গােয়াল ঘরে গিয়ে দেখে গরু নাই। গরু চুরি করে নিয়ে গেছে। ৩ টি গরুর মূল্য আনুমানিক ৩লক্ষাধিক। এবারের কােরবানীর ঈদ উপলক্ষে গরু বিক্রি করার জন্য কয়েকদিন ধরে বিভিন্ন ব্যাপারীর কাছে দরাদামও চলছিল। অভাবের সংসারে এখন আমি কিভাবে ঋণ পরিশােধ করবাে?
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post