গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী কাঁচা বাজারের রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
গাংনী পৌরসভার অর্থায়ানে গাংনী কাঁচা বাজারের দোকান ঘর ও ৩৩০ মিটার এইচ বি বি রাস্তার কাজ বরাদ্দ পায় মেসার্স রুমানা এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ।
স্থানীয়রা জানান রাস্তা বেশিরভাগ কাজে দুই নম্বর ইট ব্যবহার করছে যদিও রাস্তা সব কাজ এক নম্বর ইট দিযে করার কথা ছিল। ঠিকাদার রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে পারছেনা।
এই বিষয়ে ঠিকাদার রাজ আহমেদ বলেন, যখন আমি কাজটা পাই তখন ইটের দাম কম ছিল এখন ইটের যে দাম দুই নম্বর দিয়ে ইট দিয়ে কাজ সম্পূর্ণ করতে হবে তানা হলে আমার লস হবে। তাও তো আমি কিছু এক নম্বর ইট ব্যবহার করছি।
গাংনী পৌরসভার ইঞ্জিনিয়ার আমিনুল কবির বলেন, আগে কিছু কাজ খারাপ ইট দিয়ে হয়েছে এখন কোন কাজ খারাপ ইট দিয়ে আর হচ্ছে না।’
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post