মাহাবুল ইসলাম, গাংনী: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা।
সভায় বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য, মুক্তিযুদ্ধে এর ভূমিকা এবং আজকের সমাজে বাংলা ভাষার সঠিক চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মাতৃভাষার জন্য আত্মত্যাগের যে ইতিহাস বাংলাদেশ সৃষ্টি করেছে, তা বিশ্ববাসীর জন্য এক অনন্য দৃষ্টান্ত। এ সময় বক্তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে একুশে ফেব্রুয়ারির শহীদদের স্মরণে এবং ৫-ই আগস্টের ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।