মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীতে লাটাহাম্বার সংঘর্ষে তন্ময় (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯ টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার আকুবপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় আকুবপুর গ্রামের একলাছুর রহমানের ছেলে।
তন্ময়ের চাচা হাসানুজ্জামান জানান, আকুবপুর গ্রামের সাধন ও তার সহকারী তন্ময় স্যালো ইঞ্জিন চালিত অবৈধযান লাটাহাম্বা গাড়ি নিয়ে জোয়াদ্দার ব্রিক্সের ইট বহনের জন্য যাচ্ছিলেন। দ্রুত গতিতে যাবার সময় আগে থেকে সড়কে থামানো একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা দেয়, এতে তন্ময় লাটাহাম্বার উপর থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
এসময় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।