Print Date & Time : 25 August 2025 Monday 9:40 am

গাংনীতে সমবায় দিবস পালিত

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষ্যে আজ শনিবার (৫ নভেম্বর) সকালে একটি র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথী ছিলেন গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু, মনিরুজ্জামান মাস্টার প্রমুখ।

গাংনী উপজেলা পরিষদ ও সমবায় অফিস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর, সমবায়ী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২০২২//