Print Date & Time : 2 July 2025 Wednesday 8:28 pm

গাংনীতে স্কুল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় তলা থেকে বোমা সদৃশ দু’টি বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল বস্তু দুটি উদ্ধার করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোজিয়ারা খাতুন জানান, শিক্ষার্থীরা প্রথমে ৩য় তলায় বোমার আকৃতি বস্তু দেখতে পেয়ে আমাকে জানায়। পরে পুলিশকে খবর দিই।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এদিকে বিদ্যালয় থেকে এ ধরণের বস্তু উদ্ধারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিরাপত্তার স্বার্থে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।