Print Date & Time : 19 July 2025 Saturday 11:07 pm

গাংনীতে হেরোইন ও গাঁজাসহ আটক ৩

গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে দেড় গ্রাম হেরোইন এবং ৭০ গ্রাম গাঁজাসহ রাজা (২০), ইব্রাহিম হোসেন (২৮) ও আতিকুর রহমান (২০) নামের তিন যুবককে আটক করেছে।

রবিবার (১৯ জুন), সকালের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার আকুবপুর গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে রাজা, আকুবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে ইব্রাহিম হোসেন এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডী গ্রামের মোনায়েব হোসেনের ছেলে আতিকুর।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আকুবপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত তিন জনকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেড় গ্রাম হেরোইন ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গাংনী থানায় একটি নিয়মিত মামলা দায়ের সম্পন্ন পূর্বক তাদের হস্তান্তর করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//