গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও হোমিওপ্যাথিক স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটির আহ্বানে নিবন্ধিত হোমিওপ্যাথি চিকিৎসকদের গ্রেফতার, মামলা ও অযথা হয়রানীর প্রতিবাদে সারা দেশের ন্যায় মেহেরপুরে গাংনী উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সংস্থার চিকিৎসকরা কর্মবিরতি (চেম্বার বন্ধ) কর্মসূচি পালন করেছেন।
এ উপলক্ষে রোববার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে গাংনী উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সংস্থার আয়োজনে দিনব্যাপী কর্মবিরতি (চেম্বার বন্ধ) কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী কর্মবিরতি (চেম্বার বন্ধ) কর্মসূচি পালনে গাংনী উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সংস্থার সভাপতি চিকিৎসক বদরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাহফিজুর রহমান সেন্টু। এতে বিশেষ অতিথি ছিলেন চিকিৎসক আল আমীন, চিকিৎসক তহিদুল ইসলাম, চিকিৎসক মোবাশ্বেরুল আহসান, চিকিৎসক গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক চিকিৎসক এস এম জাহাঙ্গীর।
প্রধান অতিথির বক্তব্যে মাহফিজুর রহমান সেন্টু বলেন, গত ২৩ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত হোমিও চিকিৎসক আজিজুর রহমান সুজন তার নামের আগে ‘ডাক্তার’ লেখার কারণে র্যাব-১-এর সদস্যরা তাকে আটক করে থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করেন। তিনি এ হয়রানি-মূলক ঘটনায় নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
দিনব্যাপী কর্মবিরতি (চেম্বার বন্ধ) কর্মসূচি পালনে দূরদূরান্ত থেকে আগত চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে বিপাকে পড়েন।
আর//দৈনিক দেশতথ্য//২৮ আগষ্ট-২০২২

Discussion about this post