Print Date & Time : 6 September 2025 Saturday 6:36 pm

গাংনীতে ১৫ কেজি রুপাসহ দুইজন আটক

মেহেরপুরের করমদী মাঠপাড়া এলাকা থেকে ১৫ কেজি রুপাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ আহম্মেদ (২৫) ও একই গ্রামের শওকত আলীর ছেলে ধনী রহমান (৩৩)।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলযোগে রুপা পাচারের খবর পেয়ে করমদি গ্রামে অবস্থান নেয় পুলিশ। সকাল সাতটার দিকে তারা পুলিশের হাতে ধরা পড়ে। মোটরসাইকেলে বাঁধা একটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ কেজি রুপা উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়ায় ১৫ কেজি রুপার বাজার মুল্যে প্রায় ১০ থেকে ১১ লাখ টাকা। রুপা উদ্ধারের ঘটনায় আটকৃকতদের মামলা শেষে কারাগারে প্রেরন করা হবে।

উল্লেখ্য, গতকাল বুধবার সকালে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬টি স্বর্ণেরবার উদ্ধার করেছিলো।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৯,২০২২//