Print Date & Time : 8 May 2025 Thursday 2:11 am

গাংনীতে ১৮ মন্ডপে দুর্গা উৎসব শুরু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিক ভাবে আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে প্রায় ২ মাস যাবত পূজা তৈরীর কাজ শেষ করেন তারা। গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে এবার ১৮টি মন্ডপের মাধ্যমে দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এগুলাে হলাে-গাংনী কেন্দ্রীয় মন্দির,গাংনী কেন্দ্রীয় রাম মন্দির,চৌগাছা দাসপাড়া কালি মন্দির,গাঁড়াডােব দাসপাড়া কালি,মন্দির কচুইখালী-জুগিন্দা দূ্র্গামন্দির দূ্র্গামন্দির,আমতৈল দাসপাড়া কালি মন্দির,ষােলটাকা কর্মকারপাড়া,দুর্গামন্দির,ষােলটাকা,দাসপাড়া কালি মন্দির,বামন্দী কােলপাড়া কালি মন্দির,মটমুড়া হালদারপাড়া কালি,মন্দির

বেতবাড়ীয়া দাসপাড়া কালিমন্দির,ভােমরদহ দাসপাড়া কালি মন্দির,হিজলবাড়ীয়া দাসপাড়া কালি মন্দির,শিমুলতলা দাসপাড়া কালিমন্দির,মহাম্মদপুর দাসপাড়া কালি মন্দির,ভােলাডাঙ্গা দাসপাড়া কালি মন্দির,
বাওট দাসপাড়া কালি মন্দির ও চাঁদপুর দাসপাড়া কালি মন্দির।

গাংনী উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত কুমার পাত্র জানান,এবার যেহেতু করােনার প্রকােপ নেই। সেহেতু,দুর্গা উৎসব আনন্দঘন পরিবেশে পালন করতে পারবাে।

এব্যাপারে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে এজন পুলিশ সদস্যের নেতৃত্বে ৪ থেকে ৮ জন্য আনছার সদস্য মোতায়েন থাকবে।

এছাড়াও স্ট্রাইকিং ফোর্সসহ মনিটরিং দল সার্বক্ষনিক পর্যবেক্ষেনে থাকবেন।

এদিকে,দুর্গা উৎসব আনন্দঘন ও শান্তিশৃঙ্খলা ভাবে যেন পালন করা হয় সেই লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযােগিতা করা হবে বলে জানান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

দৈনিক দেশতথ্য //এল//