মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর:
মেহেরপুরের গাংনী উপজেলার চরগােয়াল গ্রামের মাঠে এক কৃষকের ২ বিঘা জমির কলাগাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতের কোন এক সময়ে চরগােয়াল গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম সর্দারের ছেলে কৃষক সােহাগ সর্দারের জমির কলাগাছ কর্তন করা হয়। স্থানীয়রা জানান, সােহাগ ৩ বিঘা জমিতে কলাগাছ রােপন করেছিলেন। কলার কাঁধি বিক্রয়ের উপযােগি হয়ে পড়েছিল।
শুক্রবার রাতের কােন এক সময় দুর্বৃত্তরা তার ২ বিঘা জমির কলাগাছ কর্তন করে। বাকি ১ বিঘা জমির কলাগাছ স্বাভাবিক রয়েছে। কৃষক সােহাগ সর্দার জানান, রাতের অন্ধকারে কে বা কারা আমার জমির কলাগাছ কেটে সর্বনাশ করেছে। কয়েকদিন পরেই কলার কাঁধি কেটে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় এই সর্বনাশ করল দুর্বৃত্তরা। যার কারণে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। এবিষয়ে কােন অভিযোগ এখনও পায়নি। অভিযোগ পেলে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১৬,২০২৪//

Discussion about this post