মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীতে ৩ কেজি গাঁজাসহ জাফর (৩৮) নামের এক মাদক কারবারীকে আটক করেছে গাংনী থানা পুলিশের একটি দল।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে তাকে আটক করে। এসময় জাফর আলীর পিতা জাকারিয়া মন্ডল পালিয়ে যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, মাদক নিয়ে জাফর ও জাফরের বাবা জাকারিয়া অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীতের নেতৃত্বে পুলিশের একটি দল নওয়াপাড়া গ্রামের মইনুল ইসলাম পঁচার আম বাগানে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোনসহ জাফরকে আটক করে। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে জাফরের বাবা জাকারিয়া পালিয়ে যায়। আটককৃত জাফরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতে পাঠানো হয়েছে। এবং তার বাবা জাকারিয়াকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
H3(পিছনের পাতায় ছোট আকাঁরে)
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কুষ্টিয়ার মিরপুর স্টেশনের কাছে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়।
কুষ্টিয়ার পোড়াদহ জিআরপির থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় জসিম নামে এক ব্যক্তি বলেন, বেলা ১১টার দিকে ওই নারীকে মিরপুর স্টেশনে দেখেছিলাম। উনি বাড়ি থেকে রাগ করে আসছেন। তখন ওনাকে বাড়ি চলে যেতে বলি। তখন গ্রামের নাম ঠিকানাও জিজ্ঞেস করি কিন্তু তিনি কিছু বলেননি। এরপর ১২টা ৫০ মিনিটের দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়। এখন পর্যন্ত তার আত্মীয় স্বজনরা খোঁজ করতে আসেনি। এখনো তার লাশ ঘটনাস্থলেই পড়ে আছে।
কুষ্টিয়ার পোড়াদহ জিআরপির থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল হক খান বলেন, মিরপুর স্টেশনের কাছে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। তার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এহ/16/11/24/ দেশ তথ্য