মাহাবুল ইসলাম, মেহেরপুর (কুষ্টিয়া): মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামের মাঠে ৪টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
সােমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে বাদিয়াপাড়া গ্রামের দুটি মাঠ থেকে এ চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বাদিয়াপাড়া গ্রামের মসলেম আলীর ছেলে আসাদুল হকের ২টি ট্রান্সফরমার, মৃত আনারুল ইসলাম ওরফে আনারের ছেলে চঞ্চল আলীর ১টি ও দুখি বিশ্বাসের ছেলে মহিবুল ইসলামের ১টি ট্রান্সফরমার চুরি হয়। ৪টি ট্যান্সফরমার চুরি হওয়ায় ওই মাঠের প্রায়ই ১শ বিঘা জমির চাষাবাদ করা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানান কৃষকরা।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post