মেহেরপুরের গাংনীতে ৭ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে নতুন মটমুড়া গ্রামের সাফিরুলের রাইচ মিলের পশ্চিম পাশের বারান্দা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, গাংনী উপজেলার রামনগর গ্রামের খাঁ পাড়ার মৃত খেজমত আলীর ছেলে আসাদুল (৪৮) ও হাফিজুর (৪০), চর গোয়াল গ্রামের মৃত সামসদ্দির ছেলে ইনজাল (৬০), হেমায়তপুর গ্রামের মুনসুর আলী ছেলে মুনতাজ আলী (৩৯), গাংনী বাজার পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বাদশা মিয়া (৪০), মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাফর আলী (৫০) এবং কালিগাংনী গ্রামের আবুল কাশেমের ছেলে মানিক হোসেন (৪২)।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক গাংনীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্পের ইনচার্জ এস,আই ইসরাফিল, এ, এস,আই দরবেশ ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মটমুড়া ইউনিয়েনের নওদা মটমুড়া ৪রাস্তার মোড় এলাকায় সাফিরুলের রাইচ মিলে অভিযান চালিয়ে ৭ জুয়াড়ীকে আটক করে পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রাইচ মিলের মালিক সাফিরুল পালিয়ে যায়। এসময় জুয়াড়ীদের কাছ থেকে নগদ ১২৪৬০ টাকা, ১সেট জুয়া খেলা টাস উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে মেহেরপুর জেলা আদালতে প্রেরণ করা হবে।
জা// দৈনিক দেশতথ্য// ২৮ অক্টোবর, ২০২২//