মেহেরপুরের গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩-টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) নাদির হোসেন শামীম।
সভায় উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, সহ-সভাপতি বিল্লাল হোসেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ লিংকন, সাধারণ সম্পাদক এম এন পাভেন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, বাংলা নিউজ-২৪ এর প্রতিনিধি জুলফিকার আলী কানন, আর টিভির মাজেদুল হক মানিক, বাংলা টিভির আক্তারুজ্জামান, মানবজমিনের সাহাজুল সাজু, তৃতীয়মাত্রার তোফায়েল হোসেন, দৈনিক দেশতথ্য বাংলার মাহাবুল ইসলাম, আমাদের সূর্যোদয়ের রুবেল আহমেদ, মতপ্রকাশের তারিফুল ইসলাম জীবন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২৬,২০২৩//