Print Date & Time : 17 July 2025 Thursday 7:01 pm

গাংনীর কলেজে শেখ রাসেল দিবস পালিত

মেহেরপুরের গাংনী সরকারী ডিগ্রি কলেজের উদ্যােগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা শহরে বর্ণাঢ্য একটি র‌্যালী বের করা হয়।

পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এছাড়াও শেখ রাসেল স্মরণে কলেজ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক নাসির উদ্দিন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে, বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন, গাংনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৯,২০২২//