Print Date & Time : 12 May 2025 Monday 4:54 pm

গাংনীর কল্যাণপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য কাওছার জোয়ার্দার এর নিজস্ব অর্থায়নে এলাকার গরীব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি), বিকেলের দিকে কল্যাণপুর গ্রামে কাওসার জোয়ার্দার এর নিজস্ব বাসভবনের সম্মুখে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় এলাকার গরীব, দুস্থ ও অসহায় শীতার্ত প্রায় ২’শ জনের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ইউপি সদস্য কাওসার জোয়ার্দার।
ইউপি সদস্যের সহধর্মিণী আফরোজা জোয়ার্দার এর সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আকবার হোসেন, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জালাল হোসেন, আব্দুস সালাম মাস্টার, ইউসুফ হোসেন, মকটেল হোসেন, সাহাজুল ইসলামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব অর্থায়নে গরীব-দুঃখীদের মাঝে কম্বল বিতরণকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে। অসহায় পরিবারের সদস্যরা কম্বল পেয়ে তাদের মুখে হাসি ফুটে উঠেছে। এজন্য তারা ইউপি সদস্য কাওসার জোয়ার্দারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসাথে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,২১ জানুয়ারি ২০২৩