Print Date & Time : 17 July 2025 Thursday 9:39 pm

গাংনীর গাঁড়াডোবয় রাস্তা ঘিরে দেয়ায় গৃহবন্দী পরিবার

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের মাঠপাড়ার এক প্রভাবশালী পরিবার যাতায়াতের রাস্তা ঘিরে দেয়ায় একটি হতদরিদ্র পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। কোন উপায় না পেয়ে পুলিশের দ্বারস্ত হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আনোয়ার হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গাঁড়াডোব গ্রামের মাঠপাড়ার ইউসুফ মালিথার ছেলে দরিদ্র আনোয়ার হোসেন দীর্ঘ ৩০ বছর যাবত একটি জমি ক্রয় করে বসবাস করে আসছেন। আনোয়ারের পরিবারের মানুষ বাড়ি থেকে বেরানোর যে রাস্তাটি ব্যবহার করে আসছে। ওই রাস্তাটি খাস্ত জমি হিসাবে ব্যবহার করে আসছে। হঠাৎ রবিবার বিকেলে প্রতিবেশী মৃত জবেদ আলীর ছেলে শেমাইল ও তার লোকজন রাস্তাটি কাঁটার বেড়া দিয়ে ঘিরে দেয়। এনিয়ে আনোয়ার হোসেন প্রতিবাদ করতে গেলে, শেমাইল ও তার লোকজন পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ বিষয়ে আনোয়ার হোসেন বাদী হয়ে ওই গ্রামের শেমাইল, আজগর আলী ও বাবর আলীর নামে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে আনোয়ার হোসেন জানান, রাস্তাটি ঘিরে দেয়ায় আমার পরিবার-পরিজন নিয়ে রাস্তা দিয়ে বেরাতে পারছিনা। আমার প্রতিবন্ধী কন্যা সন্তান রয়েছে। মাঝে মাঝে সে অসুস্থ হয়। অসুস্থ হলে তো রাস্তা দিয়ে বেরাতে হবে। সে সুযোগ টুকুও নেই।

এদিকে, শেমাইল পরিবারের সাথে এ বিষয়ে কথা বললে, তারা জানায় হামলার কোন ঘটনা ঘটেনি। রাস্তা ঘেরা হয়েছে ক্ষোভের কারণে। তবে রাস্তায় দেয়া বেড়া তুলে নেয়া হবে।

গাংনী থানা সূত্র জানায়, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৭ মার্চ ২০২৩