গাংনী (মেহেরপুর ) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা ধানখোলা ইউনিয়ন। এ ইউনিয়নের পুড়াপাড়া বাজার হতে জুগিন্দা হয়ে আযান গ্রামে যেতে প্রধান সড়কের বেহাল দশার কারনে চরম ভোগান্তিতে পড়েছে অত্র এলাকার জনগণ।
দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের অভাবে যানবাহন ও পথচারীদের চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
এখন বর্ষাকাল হওয়ায় প্রায় সময়েই বৃষ্টির ফলে সড়কে সৃষ্টি হওয়া গর্তে পানি জমে থাকায় বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা বিপাকে পড়েছে। এছাড়াও অন্যান্য যানবাহন ও পথচারীদের চলাচলেও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ধানখোলা ইউনিয়নের আজান, জুগিন্দা, বাহাগুন্দা ও ঢেপাসহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে গাংনী উপজেলা শহর ছাড়াও অন্যান্য জায়গায় যাতায়াত করে। তাছাড়া জুগিন্দা ও আজান গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। সড়কটির বেহাল দশার কারনে উক্ত এলাকার মানুষের ভোগান্তি চরমে। প্রায় প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ছে এই এলাকার মানুষেরা। রাস্তার বেহাল দশার কারণে জরুরি চিকিৎসা সেবা নিতে সময়মতো গাংনী উপজেলা হেলথ্ কমপ্লেক্স ছাড়াও অন্যান্য ক্লিনিকে যেতে না পারার অভিযোগও রয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের অধিকাংশ স্থানেই পিচ উঠে ছোট-বড় খাদ খন্দকের সৃষ্টি হয়েছে।
উপজেলার জুগিন্দা গ্রামের সোহেল জানান, সড়কটির অবস্থা খুবই নাজুক। এমন দুরবস্থাপূর্ন সড়ক আমার চোখে কোথাও মেলেনি।
আজান গ্রামের আসমত আলী বলেন, রাস্তাটি নাজুক অবস্থার কারণে ২নং ওয়ার্ডের মানুষের জীবনে এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করলেও প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। কবে নাগাদ এ ভোগান্তি দূর হবে এটাই ভাবনা।
গাংনী উপজেলা প্রকৌশলী বলেন, উক্ত সড়কটি সদর দপ্তর থেকে পরিদর্শকদল এসে পরিদর্শন করে গেছেন, সদর দপ্তর থেকে সংস্কারের জন্য অনুমতি দিলে দরপত্র আহ্বান করা হবে।
এদিকে দ্রুততম সময়ে সড়কটি মেরামত করে যানচলাচলের উপযোগী করে তোলার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনগণ।
দৈনিক দেশতথ্য//এল//