মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে ধলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪টার দিকে জুগিন্দা হাইস্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৬ দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে ধলা ফুটবল একাদশ ২-০ গোলে জুগিন্দা ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
খেলায় বিজয়ী দলের আসিফকে ম্যান অব দ্য ম্যাচ এবং মোসাব্বিরকে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত করা হয়।
খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জুগিন্দা ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান, বিএনপি নেতা দুলাল শেখ, আকছার আলী ও মাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় প্রধান রেফারি ছিলেন জাফর ইকবাল। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন আবুল বাশার ও কামরুল ইসলাম এবং ধারাভাষ্যে ছিলেন বক্তিয়ার রহমান।