Print Date & Time : 22 April 2025 Tuesday 6:41 pm

গাংনীর জুগিন্দা ফুটবল টুর্নামেন্টে রায়পুর একাদশ চ্যাম্পিয়ন

 মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামবাসীর আয়োজনে জুগিন্দা ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার রায়পুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। 

শুক্রবার বিকালে জুগিন্দা মাধ্যমিক  বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ৪০-দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রায়পুর একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে জুগিন্দা নাইন স্টার ক্লাবকে পরাজিত করে।

নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্যভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। খেলায় বিজয়ী দলের ইনজামুল ম্যান অফ দ্যা ম্যাচ ও পরাজিত দলের রাব্বিল ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়। 

অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উক্ত এলাকার ইউপি সদস্য (মেম্বার) মফিজুল ইসলাম, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, শ্রমিক সর্দার আহাদুল ইসলাম, লুৎফর রহমান-সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

খেলাটি পরিচালনা করেন মোঃ আলী ও তারিক আজিজ। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলকে ট্রফি ও ম্যাডেল উপহার দেয়া হয়। নানা বয়সী শত শত দর্শক এই খেলা উপভোগ করেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ নভেম্বর ২০২৩