গাংনী প্রতিনিধি: “শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল” এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট ) সকাল ১১টায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহেব আলী (সেন্টু)।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিয়াউর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ফাসরুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল ওহাবের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক হুসাইন আলী, মেজবাহুর রহমান, তৌহিদুল ইমলাম এবং অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন শরিফুল ইসলাম, আকলিমা খাতুন ও মুন্সী আবুল হোসেন।
সমাবেশ বক্তারা বলেন, “একজন শিক্ষিত মা শুধু নিজ পরিবার নয়, পুরো সমাজের জন্যই আশীর্বাদ। মা শিক্ষিত হলে একটি পরিবারে শিক্ষার আলো সহজেই পৌঁছে যায়। প্রতিটি ঘরই তখন হয়ে ওঠে একটি শিক্ষা কেন্দ্র।”
এসময় অভিভাবকগণও তাদের মতামত তুলে ধরেন এবং সন্তানদের ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাঠদানের কৌশল, নিয়মিত উপস্থিতির গুরুত্ব, এবং মানবিক মূল্যবোধ শিক্ষার প্রতি গুরুত্ব দেয়া হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিদ্যালয়ের শিক্ষকরা।