মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন নারায়ণ চন্দ্র পাল।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা’কে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বদলী এবং তার স্থলে যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহি অফিসার নারায়ণ চন্দ্র পাল’কে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের তথ্য জানানো হয়।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের আগে তিনি বাগেরহাটের মোংলা উপজেলা ও যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।
ইউএনও নারায়ণ চন্দ্র পাল ৩৪-তম বিসিএস ক্যাডার হিসাবে প্রথম চাকরি জীবনে যোগদান করেছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৫ সেপ্টেম্বর ২০২৪

Discussion about this post