মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে—তিনি ভুয়া প্রকল্প তৈরি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছ থেকে কমিশন আদায় এবং অফিসে ক্ষমতার অপব্যবহার করে চলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে পিআইও মনসুর রহমান নির্ধারিত কাজের অর্থ থেকে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমিশন দাবি করেন। কমিশন না দিলে বিল আটকে রাখা, অফিসে দুর্ব্যবহার এবং অসম্মানজনক মন্তব্য করাসহ হয়রানির শিকার হতে হয় সংশ্লিষ্ট ইউপি প্রতিনিধিদের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, “পুরো কাজ ঠিকভাবে শেষ করলেও মনসুর স্যার বিল ছাড়েন না, আমরা ১০-২৫% কমিশন দিই। কেউ প্রতিবাদ করলে অপমান করেন, গালিগালাজ করেন।”
সরেজমিনে তদন্তে দেখা গেছে, কিছু প্রকল্পে যেমন—প্রাচীরের প্লাস্টার, ওয়াকওয়ে নির্মাণ—এর নামে বিল উত্তোলন হলেও বাস্তবে কাজ হয়নি বা অসম্পূর্ণ রয়েছে। অভিযোগ রয়েছে, এসব ভুয়া বা অসম্পূর্ণ প্রকল্পের বিল উত্তোলনে তিনি দপ্তর ম্যানেজ করে যাচ্ছেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে পিআইও মনসুর রহমান বলেন, “কেউ কী বলেছে আমি জানি না। আপনি অফিসে আসেন, এক কাপ চা খেয়ে যান।” এরপর তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, “অভিযোগের কথা শুনেছি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।