Print Date & Time : 10 September 2025 Wednesday 5:22 pm

গাংনীর পোড়াপাড়া থেকে আজান গ্রামে যাতায়াতের সড়কটির বেহাল দশা

মাহাবুব ইসলাম, গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা ধানখোলা ইউনিয়ন। এ ইউনিয়নে পোড়াপাড়া বাজার থেকে জুগিন্দা ও আযান গ্রামে যাওয়ার প্রধান সড়কের বেহাল দশার কারনে চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার বাসিন্দারা।

বেশ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। তার উপর বৃষ্টি এলেই সড়কের যাচ্ছে-তাই অবস্থার সৃষ্টি হয়। শুধু গাড়ি চালক নয়,পথচারীদের জন্যও দুর্বোধ্য হয়ে উঠেছে এ রাস্তা। আজান, জুগিন্দা, বাহাগুন্দা, ঢেপা-সহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে। তাছাড়া জুগিন্দা ও আজান গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এই রাস্তাটির বেহাল দশার কারনে উক্ত এলাকার মানুষের ভোগান্তি চরমে। প্রায় প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ছে এই এলাকার মানুষেরা। নানা রকম নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রাস্তার বেহাল দশার কারনে সময় মতো বাজার জাত করতে না পারায় আর্থিক সংকটেও পড়তে হচ্ছে অনেক ৎকে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের অনেক গুরুত্বপূর্ণ জায়গা গুলোতেই পিচ উঠে গেছে ও বিভিন্ন খানাখন্দের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীরা দ্রুত রাস্তাটি মেরামত করে যানচলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জুগিন্দা গ্রামের সোহেল রানা জানান, সড়কটির অবস্থা খুবই নাজুক। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়কটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি।

আজান গ্রামের আসমত আলী বলেন, রাস্তাটির বেহাল দশার কারনে আমাদের ২ নং ওয়ার্ডের মানুষের জনজীবনে এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজমান, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়ত করে। জানিনা ঠিক কতদিন আমাদের মতো জনসাধারণদের এ ভোগান্তি সহ্য করতে হবে।

গাংনী উপজেলা (এলজিইডি) প্রকৌশলী বলেন, উক্ত সড়কটি সদরদপ্তর থেকে পরিদর্শকদল এসে পরিদর্শন করে গেছেন, সদরদপ্তর থেকে সংস্কারের জন্য অনুমতি দিলে দরপত্র আহ্বান করা হবে।

দৈনিক দেশতথ্য//এল//