মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে অবস্থিত সেন্ট্রাল হসপিটাল নামের একটি বেসরকারী চিকিৎসা কেন্দ্র সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের একটিদল অভিযান পরিচালনা করে । সেন্ট্রাল হসপিটালটির বৈধ নিবন্ধন না থাকায় তা সিলগালা করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এছাড়াও যাদের বৈধ নিবন্ধন রয়েছে তাদেরকে নিয়ম মেনে প্রতিষ্ঠান চালানোর নির্দেশ প্রদান করা হয় ।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভ্রত রাণী জানান, কিছুদিন আগে এ প্রতিষ্ঠানটিতে এসে নিবন্ধন করণের জন্য নোটিশ প্রদান করা হয়। কিন্তু কর্তৃপক্ষ অদ্যবদি নিবন্ধন না করায় নিয়মানুযায়ি সীলগালা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৯,২০২২//

Discussion about this post